বাঘাইছড়িতে অনলাইনে টেন্ডার পেছানোর দাবী ঠিকাদারের

fec-image

রাঙামাটি জেলার নির্বাহী প্রকৌশলী অফিস‘সহ বাঘাইছড়ি উপজেলাসহ ১০টি উপজেলাতে ১তারিখ হতে ৫ তারিখ পর্যন্ত বেশ কিছু অনলাইন টেন্ডার রয়েছে। ঠিকাদারদের এসব টেন্ডার পেছানোর দাবী উঠেছে।

সারা দেশে প্রাণঘাতী করনোভাইরাস প্রতিরোধের কারনে গনপরিবহনসহ সামাজিক দুরত্ব বজয় রাখতে সরকারের কঠোর নির্দেশনা রয়ছে। সরকারি নির্দেশনা মেনে চলছে জনগন। ইতোমধ্য সরকারি ছুটি আরো বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি সাধারণ ঠিকাদারসহ সবাই হোম কোয়ারেমন্টনে রয়েছেন এই জরুরী অবস্হায় সাধারণ ঠিকাদাররা অনলাইনে টেন্ডার করা অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বাঘাইছড়ি ঠিকাদার নুরুল আলম সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বর্তমানে এই পরিস্থিতিতে টেন্ডারে অংশগ্রহণ করা ঠিকাদারদের পক্ষে সম্বভ নয়।

জেলা প্রশাসক, নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী কাছে আমাদের অনুরোধ টেন্ডার তারিখগুলো পেছানো জন্য জোর দাবী করছি।

এব্যাপারে উপজেলা প্রকৌশলী মো মনিরুজাম্মানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমাকে বেশ কিছু ঠিকাদার ফোন করছে। টেন্ডারের তারিখ পেছানোর ব্যপারে বিষয়টি নির্বাহী প্রকৌশলীর সাথে আলাপ করে ব্যবস্থা নিব।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, টেন্ডার, ঠিকাদার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন