বাঘাইছড়িতে অপহৃত চারজনকে দ্রুত উদ্ধারের দাবীতে পিবিসিপি’র স্মারকলিপি

আলমগীর মানিক,রাঙামাটি:
রাষ্ট্রায়ত্ত মুঠো ফোন কোম্পানি টেলিটকের কারিগরী সহায়তাকারী প্রতিষ্ঠান বি টেকনোলজির প্রকৌশলীরসহ অপহৃত পাঁচ কর্মকর্তার উদ্ধারে প্রশাসক কর্তৃক দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবীতে আজ ২৪-০৭-২০১৩ইং রোজ বুধবার পার্বত্য রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা।

উক্ত স্মারক লিপিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ উল্লেখ্য করে যে, অপহৃতদের পরিবারে উদ্বেগ ও স্বজন হারানোর আশঙ্কা প্রতিনিয়তই দানা বাধছে। প্রায় দুই সপ্তাহ অতিক্রম হতে চললেও অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী ব্যার্থতা অত্র এলাকার সাধারণ মানুষদের মনে নিরাপওাহীনতার বিষয়টি আরও মাথাচারা দিয়ে উঠেছে। সমগ্র পার্বত্যবাসী আজ কতিপয় উপজাতীয় সন্ত্রাসীরা হাতে জিম্মি এই আশষ্কা জোরালো হচ্ছে। শান্তিপ্রিয় পার্বত্যবাসী তাদের জান ও মালের নিরাপওাহীনতার নিয়ে উদি¦গ্ন। এই অবস্থা চলতে দিলে, পার্বত্য চট্রগ্রামের শান্তিপ্রিয় জনগন ক্ষোভে ফুলে-ফেপে উঠতে পারে যা পরবর্তীতে মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে।

এমতাঅবস্থায়, টলিটকের কারিগরি সহায়তাকারী প্রতিষ্ঠান বিটেকনোলজির অপহৃত পাঁচ কর্মকর্তাকে অক্ষত অবস্থায় দ্রুত উদ্ধারে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানাচ্ছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। পাশাপাশি পার্বত্য রাঙ্গামাটি সহ পার্বত্য চট্রগ্রামে শান্তি আনয়নের লক্ষে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ সরকারের নিকট নি¤œলিখিত দাবীসমূহ বাস্তবায়নের জোর দাবী জানায়।
চাঁদাবাজি ও অপহরণ বাণিজ্যির সাথে জড়িতদের চিহিৃত করে অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
চাঁদাবাজি, অপহরণ বাণিজ্যি, আধিপত্য বিস্তারের নিমিত্তে অস্ত্রবাজি, বিভিন্ন গ্রুপের কোন্দালের দরুন প্রাণহানি, হত্যা, গুম ইত্যাদি অপকর্মের ধারক-বাহক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন গুলোকে (ইউপিডিএফ, জেএসএস, সংস্কারপন্থি এবং এদের সমর্থিত অঙ্গসংগঠন) চরমপন্থি/উগ্রপন্তি হিসাবে আখ্যা দিয়ে নিষিদ্ধ করতে হবে।
চরমপন্থি/উগ্রপন্থি হিসাবে আখ্যাপ্রাপ্ত সংগঠনগুলোকে সামাজিক ও জাতীয়ভাবে হেয়পতিপন্ন করার ব্যবস্থা করতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি এদের নির্মূলে প্রয়োজনে সামরিক অভিযান পরিচালনার ব্যবস্থা করতে হবে।
পার্বত্য রাঙ্গামাটি জেলায় নিরাপওা ঝুকিপূর্ণ অঞ্চলসমূহ চিহিৃত করে সেখানে সাধারণ মানুষের নিরাপওা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে অস্থায়ী সেনাক্যাম্প স্থাপনের ব্যবস্থা গ্রহন করতে হবে।
সরকারের নিকট উপরোক্ত দাবীসমূহ বাস্তবায়নের মাধ্যমে পার্বত্যাঞ্চলে শান্তি আনয়নের পথ প্রশস্ত করার আহব্বান জানায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন