parbattanews

বাঘাইছড়িতে অসহায় মানুষদের মারিশ্যা জোনের চিকিৎসাসেবা

২৫০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন মারিশ্যা জোন ২৭ বিজিবি

বাঘাইছড়িতে অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লে: কর্ণেল মো মাহাবুব ইসলাম পদাতিক। আরএমও ক্যাপ্টেন মো আল আমিন হাওলাদার চিকিৎসা সেবা প্রদান করছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টার সময় বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকার হতদরিদ্র অসহায় মানুষের মাঝে ২৫০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন মারিশ্যা জোন ২৭ বিজিবি। এ সময় মারিশ্যা জোনের জোন কমান্ডার অসহায় ও দরিদ্র মানুষদের সাথে কথা বলেন। এ সময় তিনি  তাদের শারিরিক খোঁজ খবর নেন।

জোন কমান্ডারকে কাছে পেয়ে অনেকে আবেগপ্লবিত হয়ে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন। তৎক্ষাণিক জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মাহাবুবুল ইসলাম (পদাতিক) তাদের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

এ সময় তিনি বলেন সব কিছুর উর্ধ্বে আমরা মানুষ। মানুষের মানুষের জন্য, মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকতে হবে। একে অন্যের পাশে দাঁড়াতে হবে, শুধু নিজে ভালো থাকলে হবেনা চারপাশের মানুষ গুলোকেও ভালে রাখতে হবে।

মারিশ্যা জোন বাঘাইছড়িবাসীর পাশে আছে আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। ঔষধ বিতরণ শেষে ছোট ছোট বাচ্চাদের চকলেট ও দুজন গরীব বৃদ্ধ শীতার্তের মাঝে দুটো কম্বল বিতরণ করেন জোন কমান্ডার।

Exit mobile version