parbattanews

বাঘাইছড়িতে আধিপত্য বিস্তারে আঞ্চলিক দু’দলের গুলি বিনিময়

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্তু গ্রুপের পিসিজেএসএস এবং জেএসএস সংস্কারের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭মে) রাত ৮টার দিকে বাঘাইছড়ি পৌর এলাকার বাবু পাড়া এবং তালুকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্তু গ্রুপের পিসিজেএসএস’র সশস্ত্র গ্রুপের সদস্যরা এলাকা নিয়ন্ত্রণ নিতে বাবু পাড়া এবং তালুকদার পাড়ায় এসে ফাঁকাগুলি করতে থাকে। এর জবাবে জেএসএস সংস্কার’র সশস্ত্র সদস্যরা গুলি ছুঁড়ে তারাও পাল্টা জবাব দিতে থাকে। গুলি বিনিময়ের ঘটনা শুনে মারিশ্যা ২৭ বিজিবি’র সদস্যরা ওই এলাকায় ঘিরে ফেললে দু’পক্ষ পালিয়ে যায়। তবে কোন হতাহাতের ঘটনা ঘটেনি।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মনজুরুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোলাগুলির ঘটনার সাথে সাথে বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। তবে কোন হত্যাহতের ঘটনা ঘটেনি। ওই এলাকায় অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নিরাপত্তা বাহিনী জোরদার করা হয়েছে।

Exit mobile version