parbattanews

বাঘাইছড়িতে আ’লীগের নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি:

রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলায় আ’লীগের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার আমতলী  ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে-  বুধবার গভীর রাতে কে বা কারা আগুন দিয়েছে তা সঠিক ভাবে জানা যায়নি। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা এবং আমতলীর পুলিশ ফাঁড়ির সদস্যরা  ঘটনাস্থলে এসে  আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে স্থানীয়দের মধ্যে অনেকে জানান, বুধবার মধ্য রাতে ইউনিয়ন বিএনপি’র নেতা-কর্মীরা  আ’লীগের নির্বাচনী অফিসে আগুন লাগার আগে ওই এলাকায় দিয়ে মিছিল করেছিলো।

এ ব্যাপারে বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আ’লীগের সভাপতি রাসেল চৌধুরী জানান, এ কাজটা বিএনপি-জামাত-শিবিরের নেতা-কর্মীরা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা এবং অপরাধীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান এ ইউপি চেয়ারম্যান।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাটির ব্যাপারে অবগত আছেন। অভিযোগ পাওয়ার সাথে সাথে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে একইদিন ভোরে রাঙামাটির বরকল উপজেলায় আ’লীগের নির্বাচনী অফিস আগুন দিয়ে পুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

Exit mobile version