parbattanews

বাঘাইছড়িতে উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক আ’লীগ নেতাকে প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি/ রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে মুঠোফোনে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে।

রবিবার (২৪ মার্চ) সকালে নিজের পরিচয় অজ্ঞাত রেখে আওয়ামী লীগের এ নেতাকে হুমকি দেওয়া হয়।

এ ঘটনার পর আওয়ামী লীগের এ নেতা জীবনের নিরাপত্তা চেয়ে বাঘাইছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করে। ডায়েরি নং ৭০৯, ২৪.০৩.১৯।

ডায়েরির অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের এ নেতা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সুদর্শন চাকমার চিফ এজেন্টের দায়িত্ব পালন করেছিলেন। আর এ দায়িত্ব পালনের পর থেকে প্রতিপক্ষের লোকজন তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় রবিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে অচেনা মোবাইল নং ০১৮৬৭১৩৫৪৩১ থেকে তার ব্যক্তিগত মুঠোফোনে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস জানান, যারা নির্বাচনে হেরে গেছে সেই পক্ষের কোন ব্যক্তি আমাকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে।

তিনি আরও জানান, আমাকে হুমকি দেওয়া রবি নম্বরটি অচেনা হলেও ট্রু কলার দিয়ে সার্চ করলে প্ররমেশ চাকমা নামে একজন ব্যক্তির নাম জানা গেছে।

তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং রবিবার (২৪ মার্চ) বিকেলে একটি সংবাদ সম্মেলন করবেন বলেও তিনি জানান।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version