বাঘাইছড়িতে এলজিইডির গাড়ি ভাংচুর, পিবিসিপির নিন্দা প্রকাশ

unnamed

বাঘাইছড়ি প্রতিনিধি:
বাঘাইছড়িতে বুধবার বিকাল ৪.৩০ঘটিকায় রাঙামাটি এলজিইডি কর্মকর্তার গাড়ি (নং ঢাকা মেট্রো ঠ-১৩১০৩৬) ভাংচুর করে একদল উগ্র পাহাড়ীরা। জানা যায়, গাড়িটি রাঙ্গামাটির উদ্দ্যেশ্য যাচ্ছিল। ১০ কিলো. এলাকায় আসলে তদেকমারা কিজিঙ উপাসক উপাসিকা পরিষদের কবলে পড়ে। এসময় তারা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মোঃ সাহেদ আলীর উপর চড়াও হয়।

উল্লেখ্য বাঘাইছড়ির দুইটিলা এলাকায় সরকারী জমিতে অবৈধভাবে মন্দির নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে এ সংগঠনটি অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডেকেছে। কিন্তু নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে,  তদেকমারা কিজিঙ উপাসক উপাসিকা পরিষদের নামে  অনির্দিষ্টকালের জন্য অবরোধ চললেও এতে ইউপিডিএফের স্বশস্ত্র ক্যাডাররা পিকেটিং করছে।

এলজিইডির গাড়ি ভাংচুরের প্রতিবাদে তাক্ষনিকভাবে পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদ বাঘাইছড়ি উপজেলার পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং এই ঘটনার সাথে যারা জড়িতদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন