parbattanews

বাঘাইছড়িতে কাচালং সেতুর পাটাতন ভেঙ্গে যোগাযোগ বন্ধ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার একমাত্র সংযোগ সেতু কাচালং সেতুর পাটাতন ভেঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ১০ ঘণ্টা পার হলেও যানচলাচল স্বাভাবিক হয়নি।

সেনাবাহিনীর ২০ ইসিবির চেষ্টায় পড়ে যাওয়া ট্রাকের মালামাল আনলোড করে সরিয়ে নেয়া হলেও সেতু মেরামতের কাজ এখনো শুরু হয়নি। ফলে সেতুর দুই পাশে বাস ও মালবাহী ট্রাকের দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। চরম দূর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

এ সময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, সড়ক বিভাগের লোকজন আসলেও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে এখনো সেতু মেরামতের কাজ শুরু করা যায়নি।

এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশী মাকসুদুর রহমান এর সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

জানা যায়, সেতুটি পুরাতন সেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় ১১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগ ২০১৬ সালের ১১ জানুয়ারি এই সেতু তৈরির কাজ শুরু করে। কুমিল্লা জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স সেতুটি ২০১৯ সালের ১ জানুয়ারি কাজ শেষ করার কথা ছিল। নির্মাণাধীন অবস্থায় এর আগেও দুইবার এই সেতুর গার্ডারটি ভেঙে পড়ে।

Exit mobile version