parbattanews

বাঘাইছড়িতে জতীয় শিশু দিবস পালিত

‘স্মার্ট বাঙ্গলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জম্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ প্রতিপাদ্যেকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) উপজেলা পরিষদ, প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী দিবসটি উদযাপন চলছে। দিবসের শুরুতেই দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদর্শন শেষে এক আলোচনা ও পুরস্কার বিতরণী সভা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা। বিশেষ অতিথিরা ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমাসহ বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ও বিশিষ্টজনেরা।

সভা শেষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Exit mobile version