parbattanews

বাঘাইছড়িতে জমি বিরোধের জের ধরে পাল্টা সংবাদ সম্মেলন

বাঘাইছড়িতে জমি নিয়ে বিরোধের জেরে পাল্টা সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসকের কার্যালয়ের দলিল লেখক মো. বোরহান উদ্দিন।

বাঘাইছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা মো. মুক্তার আহম্মেদ ২৭ জুলাই বিকাল ৫টায় বাঘাইছড়ি প্রেসক্লাবে উপস্থিত হয়ে প্রথমে লিখিত ও মৌখিক বক্তব্য তুলে ধরে সাংবাদিক সম্মেলন করেন। এর জের ধরে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের দলিল লেখক মো. বোরহান উদ্দিন নজরে এলে তিনি তৎক্ষানিক বিষয়টি প্রতিবাদ করেন এবং বাঘাইছড়ি প্রেসক্লাবে লিখিত অভিযোগ করেন এবং সাংবাদিক সম্মেলনের আবেদন করেন।

তারই ধারাবাহিকতায় ৩ আগস্ট বিকাল ৫টায় বাঘাইছড়ি প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক বক্তব্যের মাধ্যমে মুক্তিযোুদ্ধা মোক্তার আহম্মেদের সাংবাদিক সম্মেলনের জোরালো প্রতিবাদ জানান এবং নিজেকে নির্দোষ দাবি করে বক্তব্য পেশ করেন।

এছাড়াও তিনি তার বক্তব্যের আলোকে দলিল প্রমান সরুপ প্রয়োজনীয় কাগজপত্র সাংবাদিকদের মাঝে উপস্থাপন করেন। সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন। তার বিরুদ্ধে আনিত মামলা থেকে তাহাকে অব্যহতি দেয়ার জোর দাবি করেন। মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন নিরহ মানুষের নামে মামলা দিয়ে দীর্ঘ ৫ বছর হয়রানি করে আসছে বলেও অভিযোগ করেন।

Exit mobile version