parbattanews

বাঘাইছড়িতে ট্রাকে আগুন লাগানোর মূল হোতা মিন্টু চাকমা গ্রেপ্তার

minto ckma copy

বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটি বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে গত কয়েক মাস আগে মালবাহী ট্রাকে আগুন লাগিয়ে দেওয়ার মূল হোতা মিন্টু (ননা/বড়পেডা) চাকমাকে আটক করে যৌথ বাহিনী। সোমবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজেকের হাজাছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মিন্টু চাকমা খাগড়াছড়ি পানছড়ি উপজেলার উগলছড়ি রামের প্রভাত চন্দ্র চাকমার ছেলে বলে জানা গেছে।

মিন্টু চাকমা গংগ্রাম উজোবাজার এলাকার বীর কার্বারীকে অপহরণ করে হত্যা, বঘাইছড়ি সড়কে মালবাহী ট্রাকে আগুন লাগিয়ে দেওয়ার মূল পরিকল্পনা ও সাজেকের দুইটিলা এলাকায় বুদ্ধমূর্তি স্থাপন নিয়ে সৃষ্ট ঘটনার নেতৃত্বদানকারী। নাম না প্রকাশ করার শর্তে আঞ্চলিক সংগঠনের শীর্ষ পর্যায়ের এক নেতা জানিয়েছে মিন্টু ইউপিডিএফ’র কসাই গ্রুপের অন্যতম সদস্য। তবে এ বিষয়ে ইউপিডিএফ’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক নিরন চাকমার সাথে মোবাইলে একাধিকবার কল দিও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে সাজেক থানার অফিসার ইনচার্জ নুরুল আনোয়ার বলেন, মিন্টু চাকমাকে গাড়ীতে আগুন লাগানোর অন্যতম পরিকল্পনাকারীকে আটক করেছে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

Exit mobile version