parbattanews

বাঘাইছড়িতে দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম কচুছড়ি এলাকায় ৩ শতাধিক পাহাড়ি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ২০ ইসিবি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কের কাজে নিয়োজিত সেনাবাহিনীর ২০ ইসিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ নাসির উদ্দীন এই চিকিৎসা সহায়তা প্রদান করেন ।

সেনাবাহিনীর সড়ক তৈরির পাশাপাশি জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এই বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে বাঘাইছড়ি ইউনিয়নের আর্যপুর, ছোট কচুছড়ি, বড় কচুছড়ি, মোড়ঘোনা ছড়া, খাগড়াছড়ি পাড়াসহ আশপাশের গ্রামের ৩ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়। চলমান মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কের কাজ সম্পন্ন হলে সীমান্তবর্তী এসব গ্রামের মানুষের জীবনমানে ব্যাপক উন্নয়ন ঘটবে।

নিউজটি ভিডিওতে দেখুন:

বাঘাইছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী

Exit mobile version