parbattanews

বাঘাইছড়িতে পরিবেশ সুরক্ষা আন্দোলন কমিটির মানববন্ধন

IMG_20140811_125008-300x221

মো. আল আমিন :

পার্বত্য রাঙামাটি জেলার বাঘাইছড়িতে জীব বৈচিত্র এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ‘জলবায়ু পরিবর্তন রোধে ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে অধিক হারে গাছ লাগান’  এই স্লোগানকে সামনে রেখে সোমবার সকালে  বাঘাইছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন কমিটি ও বাংলাদেশ প্রাণী বিজ্ঞান সমিতি পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে র্যালি ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় বাঘাইছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন কমিটির সভাপতি মো. আবুল ফজল পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও জলবায়ুর পরিবর্তন রোধে অধিক হারে গাছ রোপনের উপর গুরুত্বারোপ করে বলেন, জুম চাষ, ইট ভাটা এবং তামাক প্রক্রিয়া জাত করনে অধিক হারে  সবুজ বনাঞ্চল উজার করা হচ্ছে। আর যে হারে বনাঞ্চল
উজার হচ্ছে সে অনুপাতে গাছ রোপন না করা হলে জীব বৈচিত্র ও পরিবেশের ভারসাম্য হুমকির সম্মুখীন হবে। তিনি এ ব্যপারে সকলকে আন্তরিক ও সজাগ থাকার জন্য আহবান জানান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবেশ সুরক্ষা কমিটির সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান প্রমূখ।

Exit mobile version