parbattanews

বাঘাইছড়িতে পানির সঙ্কটে সহস্রাধিক মানুষ

পানির 28_170334

বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি কাচালং বাজার এলাকার হতদরিদ্র এক হাজারেরও অধিক জনগণ তীব্র পানির সংকটে দিনানিপাত করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, জনতা পানির জন্য কলস দিয়ে লম্বা লাইন দিয়ে রেখেছে। ঘনবসতিপুর্ন এলাকায় একটি মাত্র টিউবওয়েল থাকায় এ অবস্থা। কিন্তু তাতে পানিও পাওয়া যায় না। টিউবওয়েলটিতে দশ থেকে বার কলসী পানি উঠালেই পানি ফুরিয়ে যায়।

এলাকাটি স্বাভাবিকভাবে উঁচু পাহাড়ী এলাকা হওয়ায় পানির স্তর স্বাভাবিকের চেয়ে নিচে নেমে যাওয়ায় পানির
চরম সংকট দেখা যায়। এলাকায় একটি মাত্র টিউবয়েল থাকলেও তাএখন অকেজো হয়ে পড়েছে। এ বিষয়ে বাঘাইছড়ি পৌরসভার মেয়র মোঃ আলমগীর কবির জানান, আমি পৌরসভার পক্ষ থেকে কাচালং বাজারে ২লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে পানি সংকট দূরীকরনের ব্যাবস্থা গ্রহণ করা করেছি। আগামীতেও বিশুদ্ধ পানির সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঘাইছড়ি পৌরসভার পক্ষ থেকে পাঁচ হাজার ও তিন হাজার লিটারি দুটি ট্যাংক বসালেও বিদুৎ সমস্যার কারণে পানি ওঠানো যায় না বলে এলাকাবাসী অভিযোগ করে।

Exit mobile version