parbattanews

বাঘাইছড়িতে পিবিসিপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন কাচালং সরকারি কলেজ মিলনায়তনে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষীকি ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১নভেম্বর) সকাল ১০টায় ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাচালং সরকারি কলেজ পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. আ. রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি পিবিসিপি মো. আবুল কাইয়ুম।

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ কাচালং সরকারি কলেজ সভাপতি মো. রাফছান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ উপজেলা শাখা সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মানিক, উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক সুলতান আহাম্মদ, পৌর সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সাবেক কলেজ সভাপতি শামিম উদ্দিন, উপজেলা শাখা সহ সভাপতি মো. ফরিদ উদ্দিন প্রমূখ।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে অস্ত্রধারী সন্ত্রাসীরা ব্যাপক নাশকতা চালাতে পারে। সেনাবাহিনীর পরিত্যক্ত ক্যাম্প গুলো দখল করে বিহার নির্মাণের নামে সন্ত্রাসীদের ক্যাম্প  তৈরি করছে।

এছাড়াও অখণ্ড বাংলাদেশ রক্ষার স্বার্থে পার্বত্য চট্টগ্রামে ৮২ হাজার পরিবারকে পুনর্বাসনের সিদ্ধান্ত বাতিল করে ৩৮ হাজার বাঙালি পরিবারকে পুনর্বাসনের দাবি জানান।

Exit mobile version