parbattanews

বাঘাইছড়িতে ফল মেলা-২০২২ এর শুভ উদ্বোধন

“বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ফল মেলা-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে ।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই ফল মেলার শুভ উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার।

দুই দিনব্যাপী চলা এই মেলায় স্থান পেয়েছে স্থানীয়ভাবে উৎপাদিত দেশীয় বিভিন্ন প্রজাতির মুখরোচক ৪০ ধরনের ফল। মেলার উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে মেলার স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার। পরে স্থানীয় কৃষকদের নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি দীলিপ কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী হোসেন। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. তোফায়েল আহম্মেদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা আহসান হাবীব।

আলোচনা সভা শেষে উপজেলার ৮ ইউনিয়নের কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের সার ও কিটনাশক বিতরণ করা হয়।

Exit mobile version