parbattanews

বাঘাইছড়িতে ফুল ভাসানো মধ্যে দিয়ে বৈসাবির উৎসব শুরু

বাঘাইছড়ি প্রতিনিধি:

বাঘাইছড়িতে প্রতি বছরের ন্যায় পাহাড়ি সম্প্রদায় উৎযাপন করছে বিজু উৎসব।

শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৮টায় উপজেলা সদর কাচালং নদীতে তরুণ-তরুণীরা ফুল ভাসিয়ে বিজু উৎসব শুরু করেন।

গত বছর জাঁকজমকপূর্ণ ভাবে বিভিন্ন এলাকায় বিজু উৎযাপন করলেও এবছর ভিন্ন ভাবে উৎযাপন করা হচ্ছে বিজু।

বাঘাইছড়ি উচ্চবিদ্যালয় মাঠে বিজুকে ঘিরে বলি খেলা, হাডুডু, চক্কাসহ বিভিন্ন প্রকার খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এলাকাবাসী।

সাধারণ জনগণ নিরবে ব্যাপকভাবে উৎযাপন করছে বিজু উৎসব। ফুল বিজু, মূল বিজু, নববর্ষ উৎযাপন করে।

প্রসঙ্গত, নববর্ষের দিন পাহাড়িরা ধর্মীয় বৌদ্ধ বিহারে গিয়ে বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে বিজু উৎসব শেষ করে।

Exit mobile version