parbattanews

বাঘাইছড়িতে বজ্রপাতে এক কলেজ শিক্ষার্থী নিহত

রাঙামাটির বাঘাইছড়িতে বজ্রপাতে অর্কো চাকমা নামে অনার্স ১ম বর্ষের এক ছাত্র নিহত হয়েছে।

সোমবার (১৩ জুন) সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর হিরারচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম অর্কো চাকমা। সে হিরারচর গ্রামের মিহির কান্তি চাকমার ছেলে।

নিহত অর্কো চাকমা রাঙামাটি সরকারি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অনার্স ১ম বর্ষে অধ্যয়নরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে উপজেলার দুর্গম সারোয়াতলী ইউনিয়নে ঝড়ো বাতাসের সাথে বজ্রপাত হচ্ছিলো। এমন সময় অর্ক তার বাড়ির অদূরে স্বজনের বাড়ি থেকে পূর্বহিরাচর গ্রামের নিজ বাড়িতে ফেরার পথে হঠাৎ বজ্রপাতে তিনি মারা যান।

অর্কো চাকমার বন্ধু পিয়াল চাকমা জানায়, সন্ধায় বাড়িতে ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে সে জ্ঞান হারায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে বিষয়টি জানিয়েছেন, এই ঘটনায় আমি মর্মাহত হয়েছি জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্কো চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

Exit mobile version