parbattanews

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৪৫ লাখ টাকা বিতরণ ও ১১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাঙামাটির বাঘাইছড়িতে আকস্মিক বন্যা ও ভূমি ধসে ক্ষতিগ্রস্ত ৭৫০ পরিবারের মাঝে মাথা পিছু ৬ হাজার টাকা করে নগদ ৪৫ লাখ টাকা অনুদান প্রদান করেছে রেডক্রিসেন্ট রাঙামাটি ইউনিট।

রবিবার (১২ নভেম্বর) দুপুরে বাঘাইছড়ি ক্রিয়া সংস্থার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এসব নগদ অর্থ বিতরণ করেন।

এসময় বাঘাইছড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ১১ কোটি ২৫ লাখ ৪৭ হাজার টাকার ১১টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে ২০০টি ডাস্টবিন, চাটাই, বালতি ও ত্রিপল এবং পানি সংরক্ষণের জন্য কনটেইনার বিতরণ করা হয়। এছাড়া কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির বীজ বিতরণ করা হয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথিরা ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, সদস্য প্রিয়নন্দ চাকমা, পৌর মেয়র জমির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেডক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানসহ অতিথিরা।

Exit mobile version