parbattanews

বাঘাইছড়িতে বন্যায় প্লাবিত আশ্রয় কেন্দ্রে দুই শতাধিক পরিবার; প্রশাসনের সর্তক বার্তা

টানা ভারিবর্ষনে উপজেলার পৌর এলাকাসহ ৮ ইউনিয়নে নিন্মঞ্চল প্লাবিত হয়েছে

বাঘাইছড়ি উপজেলার টানা ভারিবর্ষনে উপজেলার পৌর এলাকাসহ ৮ ইউনিয়নের নিন্মঞ্চল প্লাবিত হয়েছে। বেশ কয়েকটি ইউনিয়নের সাথে যোগযোগ বন্ধ রয়েছে। পৌর এলাকায় মধ্যম পাড়া, পুরাতন মারিশ্যা, মুসলিমব্লক, মাদ্রসা পাড়া, এফব্লক, বটতলী, লাল্যঘোনা, বারিবিন্দু ঘাট, তুলাবান, দুরছড়ি, আমতলী এলাকার মানুষ আশ্রয় কেন্দ্র আশ্রয় নিয়েছেন।

পানিবন্দি রয়েছে প্রয়া দেড় হাজার পরিবারের অধিক। তলিয়ে গেছে দুইশতাধীক মস্য পুকুর, মাছের ঘের, আমন ধানের বীজের চারা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে মাইকিং করে জন সাধারণকে আশ্রয় কেন্দ্র ও নিরাপদ স্থানে চলে যাওয়া জন্য বলা হয়েছে। এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোন রকমের শুকনো খাবার ও ত্রান বিতরন করতে দেখা যায়নি।

উপজেলা নির্বাহি অফিসার আহসান হাবিব জিতুর সাথে যোগযোগ করা হলে তিনি বলেন ইতিমধ্যে আমরা ২৪টি আশ্রয় কেন্দ্র খুলেছি এবং মাইকিং করে জন সাধারণকে আশ্রয় কেন্দ্রে চলে যেতে বলেছি। জেলা প্রশাসক কতৃর্ক দেওয়া শুকনো খাবার আগামীকাল উপজেলা প্রশাসন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বিতরণ করা হবে।

Exit mobile version