parbattanews

বাঘাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

বাঘাইছড়ি প্রতিনিধি:

বাঘাইছড়ি উপজেলায় ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং ৩৯তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ান-২০১৮, “মেধাই সম্পদ, বিজ্ঞান ভবিষ্যত” এই প্রতিপাদ্যে কাচালং ডিগ্রি কলেজ মিলনায়তনে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় কাচালং ডিগ্রি কলেজ সিনিয়র প্রভাষক মীর কামাল হোসেন এর সঞ্চালনায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. নাদিম সরোয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা। বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. আমির হোসেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, পৌর মেয়র জাফর আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন, কাচালং ডিগ্রী কলেজ অধ্যক্ষ দেব প্রশাদ দেওয়ান প্রমুখ।

এসময় কাচালং ডিগ্রি কলেজ, শিজক কলেজ, কাচালং উচ্চ বিদ্যালয়, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়, কাচালং দাখিল মাদ্রাসা, তুলাবান উচ্চ বিদ্যালয়, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়, উগলছড়ি উচ্চ বিদ্যালয়, খেদারমারা উচ্চ বিদ্যালয়, দক্ষিণ রুপকারী উচ্চ বিদ্যালয়, বাঘাইহাট উচ্চ বিদ্যালয়, বিটি উচ্চ বিদ্যালয়, উগলছড়ি উচ্চ বিদ্যালয়, শিজকমূখ উচ্চ বিদ্যালয়, বাঘাইছড়ি মৎস্য অফিস, কৃষি অফিস, প্রানী সম্পদ অফিস মাশরুম উৎপাদন ও বিপনন কেন্দ্র মেলায় অংশগ্রহণ করে।

Exit mobile version