parbattanews

বাঘাইছড়িতে বিপুল পরিমাণ মূল্যবান কাঠ আটক করেছে সেনাবাহিনী

কাঠ

স্টাফ রিপোর্টার:

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার উল্টাছড়ি থেকে বিপুল পরিমাণ মূল্যবান কাঠ উদ্ধার করেছে সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রামের বাইরে উদ্ধারকৃত এই কাঠের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইছড়ি জোনের উল্টোছড়ি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দল স্থানীয় গঙ্গারাম মুখ খালের ধারে পৌঁছালে খালের ধারে গভীর জঙ্গলের মধ্যে এই বিপুল পরিমাণ চালান দেখতে পায়। এরপর সেনাবাহিনী বনবিভাগকে খবর দিয়ে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মোট ৮৪৬ পিস সেগুন কাঠের বোল্ডার দেখতে পায়। পরে বৃস্পতিবার ও শুক্রবার দুইদিনে ৯টি বড় কাঠের নৌকায় করে উদ্ধারকৃত কাঠের বোল্ডারগুলো স্থানীয় বনবিভাগের হেফাজতে নিয়ে আসা হয়। তবে এই কাঠের মালিক কারা তা এখনো জানা যায়নি।

বনবিভাগের মতে, উদ্ধারকৃত কাঠের পরিমাণ এক হাজার সিএফটির অধিক এবং রাজধানীতে এর আনুমানিক মূল্য কোটি টাকার বেশী।  তাদের মতে, গত কয়েক বছরের মধ্যে পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে বড় কাঠ উদ্ধারের ঘটনা এটি।

Exit mobile version