parbattanews

বাঘাইছড়িতে মাতৃভাষা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

রাঙামাটির বাঘাইছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ব্যাডমিন্টন টূর্নামেন্টে-২০২৩ এর চুড়ান্ত পর্যায়ের খেলা সম্পন্ন হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮ ঘটিকায় মারিশ্যা বিদ্যুৎ বিতরণ বিভাগের মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে দিঘীনালার রুপেন ও তুহিন চাকমা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এ সময় মারিশ্যা বিদ্যুৎ বিতরণ বিভাগের আবাসিক প্রকৌশলী শুগত চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, উপ সহকারী প্রকৌশলী মো. সাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।

গত রবিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় বাঘাইছড়ি ব্যাডমিন্টন ক্লাব এই টুর্ণামেন্টের আয়োজন করে, এতে দিঘীনালা উপজেলা থেকে আগত ৪ টিমসহ মোট ২২ টি টিম অংশগ্রহণ করে। সবকটি ম্যাচই মারিশ্যা বিদ্যুত বিতরণ বিভাগ কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।  চুড়ান্ত পর্বের খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন, দিঘীনালার রুপেন চাকমা ও তূহিন চাকমা। রানার্স আপ এর গৌরব অর্জন করেছেন, বাঘাইছড়ির পঞ্চম কর্মকার ও মো. মাসুদ।

পরে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ ১০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ট্রফি ও নগদ ৫ হাজার টাকা পুরষ্কার প্রদান করা হয়।

Exit mobile version