parbattanews

বাঘাইছড়িতে মামালা প্রত্যাহারের দাবিতে ১১ দিনের মত চলছে বাজার বর্জন

 

বাঘাইছড়ি প্রতিনিধি:

বাঘাইছড়ি উপজেলায় বসু হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেএসএস (সন্তু)’র পূর্ব ঘোষিত উপজেলার ৮টি  হাট বাজারে ১১ দিনের মত চলছে বাজার বর্জন।

জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার আওতাধীন শনিবার দুটি হাট বসে। করেঙ্গতলী বাজার ও দুরছড়ি বাজার। শনিবার বাজারে দোকান খোলা থাকার পরও কোন লোকের সমাগম নেই।

গত বুধবার (২৩ জানুয়ারি) বাঘাইছড়ি মারিশ্যা বাজারও দৃশ্য ছিল একই রকম বাঙালিরা বাজারে আসলেও পাহাড়ীরা হাতে গোনা ছিল কয়েক জন। বিভিন্ন জায়গা, পথে-ঘাটে বসছে বাজার।

উল্লেখ্য, গত ৪ জানুযারি সন্ধ্যা ৭টায় বাবু পাড়াতে দুবৃর্ত্তদের গুলিতে এমএনলারমা দলের যুব সমিতির নেতা বসু চাকামা নিহত হয়। নিহতের ঘটনায় প্রভাত কুসুম চাকমা বাদী হয়ে জেএসএস (সন্ত) দলের উপজেলার সভাপতিসহ ২৭ জনের ও অজ্ঞাত ৭/৮ জনের নামে মামলা দায়ের করেন। একই ঘটনায় পুলিশ বাদী হয়ে বিষ্ফোরক আইনে মামলা দায়ের করেন।

Exit mobile version