parbattanews

বাঘাইছড়িতে মারিশ্যা জোনের চিকিৎসা সেবা পাচ্ছে পিছিয়ে পড়া এলাকাবাসী

বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পিছিয়ে পড়া অতি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা নিয়মিত প্রদান করেছে ২৭ বিজিব  মারিশ্যা জোন।

বৃহস্পতিবার (২৪জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রত্যন্ত ও অতি দরিদ্র এলাকার মানুষের মাঝে এসব সেবা প্রদান করা হয়।

২৭ বিজিবি মারিশ্যা জোন সূত্রে জানা যায়,  বাঘাইছড়ি উপজেলার লাইল্যাঘোনা গ্রামের সিঙ্গীনালা মাদ্রাসার  শ্রেণীকক্ষে দুস্থ, অসহায়, অতি দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রায় দুই  শতাধিক মানুষের মাঝে এসব চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বিনামূল্যে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান- পাহাড়ের এই দুর্গম এলাকায় আমাদের মত অসহায়, গরিব রোগী যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না, আমাদের পাশে মারিশ্যা জোনের বিজিবি সদস্যরা পাশে দাঁড়ায় সব সময়। ২৭ বিজিবি মারিশ্যা  জোনের  প্রতি আমরা গ্রামবাসী সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করি।

মারিশ্যা জোনের ক্যাপ্টেন আহমদ নিব্রাস খান জানান, উপজেলার প্রায় দুইশতাধিক পিছিয়ে পড়া অতি দরিদ্র জনগোষ্ঠীকে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সাথে দেওয়া হয়েছে বিনামূল্যে ওষুধপত্র।  আমরা বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন অতি দরিদ্র এলাকায় নিয়মিত সিকিৎসা সেবা প্রদান করে থাকি।

Exit mobile version