parbattanews

বাঘাইছড়িতে মিয়ানমারের অবৈধ সিগারেট জব্দ

বাঘাইছড়ি প্রতিনিধি:

বাঘাইছড়ি উপজেলা সদর থেকে মিয়ানমারের অবৈধ সিগারেট জব্দ করছে বাঘাইছড়ি থানার পুলিশ।
শনিবার (২৩ মার্চ) সকাল ১০টায় উপজেলার সদর থেকে ১২ কার্টুন মিয়ানমারের অবৈধ সিগারেট জব্দ করে।

তবে এসময় কালো বরণ চাকমা নামে এক ব্যক্তিকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া যায়।

জানা যায়, কালো বরণ চাকমা দীর্ঘ দিন ধরে সারোয়াতলী ইউনিয়ন, বাঘাইছড়ি ইউনিয়ন, বঙ্গলতলী ইউনিয়ন, খেদারমার এলাকায় অবৈধ সিগারেট বিক্রি করে আসছিলো। সকালে তাকে সহ মিয়ানমারের অবৈধ সিগারেট জব্দ করা হলেও পরে আটককৃতকে ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে।

বাঘাইছড়ি পরিবেশক সমিতির সভাপতি আবদুল মাবুদ সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের এখানে বেশ কয়েকটি সিগারেট এজেন্ট রয়েছে। আমাদের তথ্য অনুযায়ী সরকার প্রতিমাসে সাড়ে চার কোঠি টাকা রাজস্ব হারাচ্ছে। প্রশাসন যদি একটু তৎপর হয় তাহলে সরকারের রাজস্ব গুলো বাচঁবে।

বাঘাইছড়ি থানার তদন্ত (ওসি) জাহাঙ্গীর সাথে যোগযোগ করা হলে তিনি বলেন, মিয়ানমারের অবৈধ সিগারেটসহ এক ব্যক্তিকে আটক করেছিলাম। এই সিগারেট গুলো বাজারের বিভিন্ন এলাকায় পাওয়া যায় বিধায় আমরা তাকে ছেড়ে দিয়েছি। অবৈধ সিগারেট পাওয়ার পর কেন ছেড়ে দিয়েছেন জানতে চাইলে তিনি মোবাইল ফোন কেটে দেন।

Exit mobile version