বাঘাইছড়িতে রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

fec-image

দীর্ঘ ৮ মাসের অধিক সময় ধরে ২০২০-২১ অর্থ বছরে বাঘাইছড়ি পৌরসভার বরাদ্দকৃত মধ্যমপাড়া রাস্তার কাজ অসম্পন্ন রয়ে গিয়েছে। এই রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার ১নং ওয়াডের মধ্যমপাড়া গ্রামবাসী।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে চৌমুহনী শাপলা চত্বরে মাববন্ধন করে।

মানবন্ধনে বক্তব্য রাখেন মধ্যমপাড়া বাসিন্দা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রবীণ ব্যক্তি মো. ওমর আলী ফরায়েজী, সামাজিক সংগঠক মাহমুদুল হাসান সহ আরো অনেকেই।

এসময় বক্তারা বলেন, গতবছর ডিসেম্বর মাসে কাজ শুরু হয়ে কিছুদিন পর কাজ বন্ধে হয়ে যায়। বর্তমানে রাস্তা দিয়ে হাটাচলার কোন অবস্থাই নেই, রোগীদের নিয়ে হাসপাতালে যাওয়া আসা কোন ভাবেই সম্ভব নয়। রাতের বেলায় মুসল্লিরা মসজিদে যেতে পারে না, বাজার করে কাদার মধ্যদিয়ে বাড়িতে যেতে হয় বাজার মাথায় নিয়ে।

পৌরসভার নব নির্বাচিত মেয়র জমির হোসেনের কাছে দ্রুত রাস্তার কাজ সম্পন্ন করার আবেদন জানিয়েছে এলাকাবাসী।

বিষয়টি নিয়ে ঠিকাদার হুসেনের সাথে যোগাযোগ করা হলে তাকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন বলেন, ঠিকাদারকে দ্রুত কাজ শুরু করতে লিখিতভাবে তাগিদ দেয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে কাজ শুরু না করলে ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়ি, বিক্ষোভ, রাস্তা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন