parbattanews

বাঘাইছড়িতে শান্তি চুক্তির ২০তম বর্ষপূর্তি পালিত

বাঘাইছড়ি প্রতিনিধি:

বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য শান্তি চুক্তির ২০তম বর্ষপূর্তি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মারিশ্যা জোনের আয়োজনে শনিবার (২ডিসেম্বর) সকাল ৯টায় দিবস উদযাপন উপলক্ষ্যে এক র‌্যালি কাচালং কলেজ থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে নেতৃত্বে দেন মারিশ্যা জোনের ক্যাপটেন মো. জিয়াউল হক জিয়া। উপজেলা পরিষদ মিলনায়তনে র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাঘাইছড়ির পৌর মেয়র জাফর আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবপ্রসাদ দেওয়ান।

সভায় বিশেষ অতিথিরা ছিলেন বাঘাইছড়ি উপজেলার আওয়ামী লীগের সহ- সভাপতি হাজী আ. শুক্কুর মিয়া, সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, থানা অফিসার ইনর্চাজ মো. আমির হোসেন প্রমুখ।

সভায় পার্বত্য শান্তি চুক্তির সার্বিক বিষয় ও পার্বত্য শান্তি চুক্তির রূপকার শেখ হাসিনার গুরুত্বপূর্ণ্ ভূমিকার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন সভায় উপস্থিত অতিথিরাসহ সভাপতি।

Exit mobile version