parbattanews

বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ধরতে আ’লীগের ২৪ ঘন্টার আল্টিমেটাম

বাঘাইছড়ি প্রতিনিধি:

বাঘাইছড়ি উপজেলার সাজেক কংলাক থেকে ভোট গ্রহণ শেষে ফেরার ৯ কিলোতে ব্রাশ ফায়ারে ৭ জন নিহত ২৮ জন আহত হওয়ার ঘটনায় সন্ত্রাসীদের ধরতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বাঘাইছড়ি আওয়ামী লীগ, বাঘাইছড়ি পৌরসভা, বাঘাইছড়ি মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. শুক্কুর আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিন আল মামুন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর সবুর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান আজিজ, পৌর মেয়র জাফার আলী খান, উপজেলা মহিলা লীগের সভাপতি হাসিনা ইসলামসহ আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ, বাঘাইছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানবন্ধনে বক্তারা অপরাধীদের ২৪ ঘন্টার মধ্যে আটক করে বিচারের আওতায় আনা, পাহাড়ে সেনা অভিযানের মাধ্যমে পাহাড় অবৈধ অস্ত্র মুক্ত করা, অস্ত্রের ঝনঝনানী বন্ধ সহ ৯ কিলো এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপন ও সরকারি দায়িত্ব পালনে যথাযথ নিরাপত্তা প্রদানের দাবি জনান।

Exit mobile version