parbattanews

বাঘাইছড়িতে সাদা মনের মানুষের ৮৩তম জন্মজয়ন্তীতে দীপংকর তালুকদার

পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশের মহামান্য চতুর্থ সংঘরাজ, কাচালং শিশু সদনের প্রতিষ্ঠাতা, মগবান শাক্যমুনি বোদ্ধ বিহারের অধ্যক্ষ, সাদা মনের মানুষ খ্যাত ভদন্ত তিলোকানন্দ মহাস্থবির এর ৮৩তম জন্মজয়ন্তী পালিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, সাবেক রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি বৃষকেতু চাকমা।  পার্বত্য ভিক্ষুসংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাস্থবির অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, উক্ত তিলোকানন্দ মহাস্থবির ২০০৭ সালে ইউনিলিভার কর্তৃক সারা দেশ থেকে ১০ জন সাদা মনের মানুষের তালিকায় স্থান পান। আজ তার জন্মদিন উপলক্ষে সাধারণ জনগনের দানে সংগৃহিত অর্থ দিয়ে ২৯ লক্ষ ৭০ হাজার দামের একটি নোহা মাইক্রোবাস উপহার প্রদান করেন।

Exit mobile version