parbattanews

বাঘাইছড়িতে স্কুল শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে জখম

বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের বাসিন্দা ও মাহিল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ (৪০), পিতা- মুক্তিযোদ্ধা মোঃ আবু সৈয়দ এর মালিকানাধীন পুকুরে একই এলাকার প্রতিবেশী সোহেল (৩০), পিতা-মোঃ খলিলুর রহমান জাল ফেলে মাছ ধরে। এ সময় মালিকপক্ষ বাধা প্রদান করলে এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে সোহেল ধারালো অস্ত্র দিয়ে শিক্ষক আবুল কালাম আজাদকে কুপিয়ে আহত করে।

ঘটনাটি বুধবার (২১ অক্টোবর) সন্ধা ৭টায় সংগঠিত হয়। পরে আহত শিক্ষককে উদ্ধার করে সকাল ৮টায় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে তার পরিবার। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ।

এদিকে, মুক্তিযোদ্ধার সন্তান ও শিক্ষককে আহত করার প্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদিন বলেন, বিষয়টি আমাকে কেও জানায়নি, তবে বিদ্যালয় বন্ধ থাকায় বিষয়টি তাদের পারিবারিক সমস্যা বলে তিনি বলেন।

বাঘাইছড়ি অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন বলেন, বিষয়টি আমি শুনেছি, তবে এখনো কেও লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগের প্রেক্ষিতে ব্যাবস্থা নেওয়া হবে।

Exit mobile version