বাঘাইছড়িতে স্কুল শিক্ষিকা ফুলকুমারির চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিজিবি

fec-image

রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনী সহিংসতার তিন বছর পূর্তি আজ। ২০১৯ সালের ১৮মার্চ পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে ফেরার পথে বাঘাইহাট দীঘিনালা সড়কের নয় কিলোমিটার এলাকায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ৮ জন র্নিবাচনী কর্মকর্তা নিহত ও ৩৩ জন আহত হয়।

সহিংসতার ৩ বছর পার হলেও এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি অনেকে। কষ্ট আর যন্ত্রণা নিয়ে দিন পার করছেন কেউ কেউ। এরই মধ্যে গুলিতে মেরুদণ্ড দুইভাগ হয়ে যাওয়া বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফুলকুমারি চাকমার চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিজিবি মারিশ্যা জোন।

এরইমধ্যে আহত শিক্ষিকাকে বিজিবির তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সামরিক হাসপাতাল সিএমএইচে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মারিশ্যা বিজিবি জোন কমান্ডার লে. কর্নেল আনোয়ার হোসেন ভুইঁয়া পিএসসি, আর্টিলারী। আহত বাকি ৩২ জনের জীবনও চলছে ক্ষুরিয়ে, ভয় আর আতঙ্ক এখনো পিছু ছাড়েনি তাদের।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন