বাঘাইছড়িতে হতাহত প্রত্যেক পরিবারকে আর্থিক অনুদান দেবে ইসি

নিউজ ডেস্ক:

রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচন কাজে নিয়োজিত যারা দুর্বৃত্তের গুলিতে আহত এবং নিহত হয়েছেন, তাদের প্রত্যেক পরিবারকে আর্থিক অনুদান দেবে নির্বাচন কমিশন।

বুধবার (২০ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে সাড়ে ৫ লাখ, গুরুতর আহতদের ১ লাখ টাকা করে এবং আহত অন্যদের ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে আহত ও নিহতদের পূর্ণাঙ্গ তালিকা পাওয়ার পর অনুদান সংশ্লিষ্টদের কাছে হস্তান্তরের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ইসি সচিব।

এদিকে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন আহতদের মধ্যে আশঙ্কাজনক দুজনের অবস্থা স্থিতিশীল আছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। গুলিতে অনেকের হাড় ভেঙে যাওয়ায় কমপক্ষে চার সপ্তাহ সময় লাগবে তাদের অবস্থার উন্নতি হতে।

প্রসঙ্গত, সোমবার (১৮ মার্চ) উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার তিনটি কেন্দ্র থেকে নির্বাচনকর্মীরা ফেরার পথে তাদের ওপর সশস্ত্র হামলা হয়।

বাঘাইছড়ি-দিঘিনালা সড়কের নয় মাইল এলাকায় ওই হামলায় দুই পোলিং কর্মকর্তা, চার আনসার-ভিডিপি সদস্যসহ সাতজন নিহত হন, গুলিবিদ্ধ হন আরও অন্তত ১১ জন।

চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়ে বাঘাইছড়ির ঘটনায় আহতদের দেখেও আসেন সিইসি।

বুধবার বিকেলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলায় আহত নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের দেখতে যান সিইসি। এসময় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলামসহ সিএমএইচের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছর ইউপি নির্বাচনে দায়িত্ব পালনকালে নিহত এক পুলিশ পরিদর্শকের পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা আর্থিক অনুদান দেয় ইসি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়িতে হতাহত প্রত্যেক পরিবারকে আর্থিক অনুদান দেবে ইসি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন