parbattanews

বাঘাইছড়িতে হত্যাকাণ্ড পরিকল্পিত: তদন্ত কমিটি

বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাঘাইছড়িতে গত ১৮ মার্চ (সোমবার) পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক ব্রাশ ফায়ারের ঘটনা পরিকল্পিত বলে জানিয়েছেন ৭ সদস্যের প্রতিনিধি দল।

দীর্ঘ সাড়ে চার ঘন্টা তদন্ত শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের ডিডি এলজি অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী বলেন, প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে হত্যাকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত। তবে হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিলো পরে তদন্ত রিপোর্ট তৈরি করে জানানো হবে বলেও এসময় জানানো হয়।

গত ১৮ মার্চ (সোমবার) নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক ব্রাশ ফায়ারে ৭ নিহত ও ২৯ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় সাত সদস্যের তদন্ত টিম ঘটনাস্থলে পৌছায় বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায়।

এসময় তারা গঠনাস্থল পরিদর্শন শেষে বাঘাইছড়ি সদর হাসপাতালে আহতদের জিজ্ঞাসা বাদ শেষে উপজেলা রিটানিং কর্মকর্তায় কার্যালয়ের সামনে ক্ষতিগ্রস্থ গাড়ি গুলি পরিদর্শন করেন।

গাড়ী পরিদর্শন শেষে বিভিন্ন আলামত সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের নিহত পরিবারবর্গের সাথে মতবিনিময় করেন।

এসময় ঘটনায় উপস্থিত বেঁচে যাওয়া সদস্য ও নিহতদের আত্মীয়-স্বজনদের সাথে কথা বলেন তদন্ত টিম।

পরে তদন্ত টিম কংলাক, মাচালং ও বাঘাইহাট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সাথে আলাপ করে তথ্য সংগ্রহ করেন।

তদন্ত কমিঠির সদস্যরা হলেন- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের ডিডি এলজি অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন আসিশ কুমার বড়ুয়া, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুল ফয়েজ, বিজিবি ৫৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আশরাফ আলী, রাঙ্গামাটি জেলা মূখ্য নির্বাহী কর্মকর্তা সাদেক আহমেদ, চট্টগ্রাম ৩০ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. নুরুল আমিন, রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।

Exit mobile version