parbattanews

বাঘাইছড়িতে ৩টি ইটভাটা বন্ধ ঘোষণা, ২ লাখ টাকা জরিমানা

রাঙামাটির বাঘাইছড়িতে ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ জানুয়ারি) বিকাল ৩টায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার।

অভিযানে ফাইভ স্টার নামক একটি ইট ভাটার চুল্লির আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে দেয়া হয় এবং ইট বানানো সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করা হয়। একই সাথে প্রায় ১৫ হাজার কাঁচা ইট ভেঙে নষ্ট করা হয় এবং মালিক ম্যানেজারকে পুনরায় ইটভাটা চালু না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

অপরদিকে কেবিএম এবং এমএমসি নামক ২টি ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটার স্বত্বাধিকারী মো নাহিদুল আলম এবং নজরুল ইসলামকে পৃথক ২টি মামলায় ২ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একইসাথে ইটভাটার মালিক ও ম্যানেজারকে আগামী ৩ দিনের মধ্যে ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

অভিযানে বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় অবৈধ ইটভাটা বন্ধের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং এই অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version