parbattanews

বাঘাইছড়ির ওসিকে মেরে ফেলার হুমকি দেয়নি বলে দাবি ইউপিডিএফ’র

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জকে মেরে ফেলার হুমকির অভিযোগ অস্বীকার করে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় কমিটির নেতা সচিব চাকমা বলেছেন, ‘বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ এম এ মনজুরসহ সন্ত্রাস বিরোধী অভিযানে সম্পৃক্ত থাকা যৌথ বাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের গুলি করে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে বলে ইউপিডিএফ-এর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তাতে সত্যতার লেশমাত্র নেই।

রবিবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এমন দাবি করেন।

তিনি বলেন, দু’একটি সংবাদ মাধ্যমে কাউকে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়ার যে অভিযোগ তা সম্পূর্ণ অবান্তর ও ভিত্তিহীন। উক্ত অভিযোগ একটি গালগল্প।

ইউপিডিএফ-এর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ও পার্টির বিরুদ্ধে চলমান রাজনৈতিক দমন পীড়নকে জায়েজ করতে সুপরিকল্পিতভাবে ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন সচিব চাকমা।

সচিব চাকমা ইউপিডিএফ-এর সশস্ত্র শাখা থাকার অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখান করেন এবং যে মুঠোফোনের নম্বর থেকে বাঘাইছড়ি থানার ওসিকে হুমকি দেয়া হয়েছে সেটি কার তা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেয়ারও দাবি জানান। তিনি ১২ ডিজিটের উক্ত নম্বরটি (০১৩০২৫৮৩০০০৩ ) ভুল বলেও মন্তব্য করেন।

Exit mobile version