parbattanews

বাঘাইছড়ির দু’কেন্দ্রে ভোট শূন্য

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুই কেন্দ্রে কোন ভোট পড়েনি বলে খবর পাওয়া গেছে। রোববার ৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল সীট থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত ফলাফল সীটে দেখা গেছে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার আছে তিন হাজার ১৯২ এবং এবং ভাইবোন ছড়া কেন্দ্রে ভোটার আছে দুই হাজার ১৪২।

তবে ভোটশূন্য কেন্দ্র দুইটির মধ্যে দুইটি কেন্দ্র দুর্গম। এর মধ্যে এক ভাইবোনছড়া কেন্দ্রটি হচ্ছে হেলিসর্টি কেন্দ্র।

বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আলফাজ উদ্দিন বলেন, আমার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রটি দূর্গম এবং হেলিসর্টি এলাকা। এ কেন্দ্রের ভোটার ৩১৯২ জন। নিয়ম অনুসারে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। তবে এ সময়ের মধ্যে কোন ভোটার কেন্দ্রে আসেনি।

অপরদিকে ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি দূর্গম হওয়ায় এবং নেটওয়ার্ক না পাওয়ায় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. জাহাঙ্গীর আলম এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শিরিন আক্তার বলেন, আমার হাতে এ দুই কেন্দ্রের সীট এসে পৌঁছেছে। কেন্দ্র দুইটি ভোটার শূন্য ছিলো।

Exit mobile version