parbattanews

বাঘাইছড়ির দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

সাজেক প্রতিনিধি:

পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের হতদরিদ্র রোগীদের মধ্যে দিনব্যাপী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন বাঘাইহাট ১২বীর সেনাজোন কর্তৃপক্ষ।

সোমবার (২৬নভেম্বর) সকাল সাড়ে ৯টায়  বঙ্গলতলী ইউপি কার্যালয়ে পাহাড়ি ও বাঙালিদের মাঝে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় দেড় শতাধিক পাহাড়ি বাঙালি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন বাঘাইহাট সেনা জোন মেডিকেল টিমের আরএমও ক্যাপ্টেন খায়রুল এনাম মো. শাফায়েত জামিল।

এ বিষয়ে সেনা জোন কতৃপক্ষ থেকে জানানো হয়, পাহাড়ি অঞ্চলের দুর্গম এলাকায় সাধারণ মানুষের পক্ষে উচু নিচু পাহাড় বেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা সম্ভব না হওয়ায় এসব রোগী চিকিৎসা সেবা হতে বঞ্চিত হয়। তাই দুর্গম এলাকার সাধারণ গরীব মানুষের কথা চিন্তা করে জোনের পক্ষ হতে এ মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাঘাইহাট জোন কর্তৃক প্রত্যেক দুর্গম এলাকায় গিয়ে এরূপ স্বাস্থ্যসেবা প্রদান অব্যাহত থাকবে

Exit mobile version