বাঘাইছড়ির মেয়র আলমগীর কবিরকে জড়িয়ে মিথ্যা মামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

জেলা সংবাদদাতা, রাঙামাটি:
পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও বাঘাইছড়ি পৌরসভার বর্তমান মেয়র আলমগীর কবিরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানীর বিরুদ্ধে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সংগঠনটির রাঙামাটি জেলা শাখা। বৃহস্পতিবার গণমাধ্যম কর্মীদের কাছে সংগঠনটির জেলা শাখার সাধারন ম্পাদক মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, রাঙ্গামাটি জেলায় বাঘাইছড়ি উপজেলায় সাগর বড়ুয়া ওরফে সুব্রত বড়ুয়ার অভিযোগ ১৩/০৫/১৩ইং রোজ সোমবার রাত ১১টায় রফিক তাকে লক্ষ্য করে গুলি করে যা আদৌ সত্য নয় কারন রফিক ঐদিন বিকাল ৩টায় চট্টগ্রাম উদ্দেশ্যে চলে যান। যার স্বাক্ষী ঐ এলাকার প্রত্যক্ষদর্শীরা তাছাড়া রফিককে জড়িয়ে অভিযোগ করা হয় সেই রফিক পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কোন কর্মীও নন। আসল ঘটনা হল বাঘাইছড়ি পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব আলমগীর কবির এর সাথে জমির উদ্দিন পৌর নির্বাচনে হারার পর থেকে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের নামে বিভিন্ন অপপ্রচার এবং বাঘাইছড়ি পৌরসভার উন্নয়নে বাধা সৃষ্টি করছে। যা কখন বাঘাইছড়ির সাধারন জনগণ সমর্থন করেনি।
পার্বত্য এলাকার অধিকার বঞ্চিত ছাত্র ছাত্রী ও ও সকল বাঙ্গালীর অধিকার আদায়ের লক্ষ্যে দীর্ঘ ২৩বছর গঠনতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।। ছাত্র পরিষদের এই দীর্ঘ সময়ে কোন সস্ত্রাসী কার্যক্রমের নজির নেই। এমনকি সন্ত্রাসী কার্যক্রম সমর্থন ও করে না। তাই পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ পার্বত্য অঞ্চলের সকলের প্রানের সংগঠনের রূপ নিয়েছে। সংগঠনের এই জনপ্রিয়তা দেখে একটি মহল উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক প্রভাবিত হয়ে এবং পৌর নির্বাচনে হেরে বিভিন্ন সময়ে সংগঠনের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গত ১৩/০৫/১৩ইং জমির উদ্দিন এর কর্মী সাগর বড়ুয়া ওরফে সুব্রত বড়ুয়া পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব আলমগীর কবির ও ছাত্র পরিষদকে জড়িয়ে যে, অভিযোগ করেছে তা সর্ম্পূর্ন ভিত্তিহীন। পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা সভাপতি মুহাম্মদ ইব্রাহীম, সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন এর যৌথ বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন