parbattanews

বাঘাইছড়ি পৌর নিবার্চনে একক প্রার্থীতে নির্ভার আ’লীগ বিদ্রোহী নিয়ে দুশ্চিন্তায় বিএনপি

1484665350

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার ১৭ জানুয়ারি ছিল রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। দিন শেষে জানা গেছে, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য বাঘাইছড়ি পৌর নিবার্চনে মেয়র পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ একক প্রার্থী দিতে পেরে অনেকটা নির্ভার থাকলেও বিদ্রোহী প্রার্থী নিয়ে শঙ্কায় আছে বিএনপি।

মঙ্গলবার ১৭ জানুয়ারি কাল সাড়ে ১১টায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাফর আলী খানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। অন্যান্য মেয়র প্রার্থীদের মধ্যে বিএনপি প্রার্থী ওমর আলী, বিএনপির সতন্ত্র প্রার্থী সেলিম উদ্দিন বাহার, আজিজুর রহমান, সুজিত চাকমা মনোনয়ন জমা দিয়েছেন।

এছাড়াও সাধারণ কাউন্সিলার পদে ২৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলার পদে ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আগামী ১৯ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

নিবার্চনী কর্মকর্তা নাজিম উদ্দিন জানিয়েছেন, কোনো প্রকার সহিংসতা ছাড়াই প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলার পদে ২৭ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলার পদে ৬ জনসহ মোট ৩৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, আগামী ১৮ ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে উৎসাহের কমতি নেই ভোটারদের মাঝে। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় নির্বাচনকে ঘিরে আরো বেশি উৎসবর মুখর হয়ে উঠেছে বাঘাইছড়ি উপজেলা।

Exit mobile version