parbattanews

বাঘাইছড়ি বিএনপি’র তৃনমূল কর্মী-সমর্থকদের মধ্যে হতাশা ও চাপা ক্ষোভ

বাঘাইছড়ি প্রতিনিধি:

বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নতুর সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যপদ নবায়ন কর্মসূচিতে তৃনমূলের কর্মী সমর্থকরা হতাশ।

৫ আগস্ট বিকাল ৪টায় উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন বাহারের নেতৃত্বে উন্নয়ন বোর্ড রেস্ট হাউজ প্রাঙ্গনে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যপদ নবায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ অনুষ্ঠানে কোরবান আলির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. দীপেন দেওয়ান।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম, রফিক উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া ও বাঘাইছড়ি পৌরসভার সাবেক মেয়র মো. আলমগীর কবির প্রমূখ।

অন্য দিকে ৬ আগস্ট বিকাল ৪টায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ পরিচালনায় নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য পদ নবায়ন অনুষ্ঠানে সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি শাহ আলম। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক দীপন তালুকদার, এ্যাড. মামুনর রশিদ মামুন, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম প্রমূখ।

এসময় রাঙ্গামাটি জেলার উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনগুলোর কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম বাহার বলেন, বেগম খালেদা জিয়ার নির্দেশ মতো বিএনপির সদস্য ফরম পূরন ও পুরাতন সদস্যদের নবায়ন অনুষ্ঠানের মাধ্যমে উভয় পক্ষয়ই বিএনপির কর্মী সমর্থক বাড়ানোর জন্য কাজ করছে। সিনিয়র নতৃবৃন্দের সমন্বয়ের অভাবে তৃনমূল কর্মী ও সমর্থকর আজ হতাশায়।

এদিকে কাজী মোস্তফা বলেন, দীপেন দেওয়ান জেলা নেতৃবৃন্দের সাথে না এসে আবারও বাঘাইছড়িতে গ্রুপিং করার চেষ্টা করছে।

Exit mobile version