parbattanews

বাঘাইহাট জোন কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নাঙ্গলমারা

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে বাঘাইহাট জোন কাপ ২০২০ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শ্বাসরুদ্ধকর ম্যাচে হাড্ডা হাড্ডি লড়াই করে নাঙ্গলমারা একাদশ ২-১ গোলে বাঘাইহাট এফসি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করে। মঙ্গলবার দুপুর ৩টায় বাঘাইহাট জোন সদর মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

বাঘাইহাট জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোন কমান্ডার লে.ক. হুমায়ুন কবীর(পিএসসি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর মো. আবুল বাশার, সাজেক ইউ.পি চেয়ারম্যান নেলশন চাকমা, রুপকারী ইউপি চেয়ারম্যান শ্যামল চাকমা, সাজেক থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত দে, বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাক্যবোধি চাকমা, বাঘাইহাট বাজার কমিটির সভাপতি ডা. নাজিম প্রমুখ।

এসময় প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সবার উপরে দেশ এ কথাটি মাথায় রেখে সেনাবাহিনী পার্বত্য এলাকার মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। বিনোদনের অংশ হিসেবে সেনাবাহিনী তৃণমূল পর্যায়ে ফুটবল খেলার মান উন্নয়নে এ টুর্নামেন্টের আয়োজন করেছে। আগামীতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ দশ হাজার টাকা এবং রানার্স আপ দলকে ট্রফি ও নগদ পাঁচহাজার টাকা তুলেদেন প্রধান অতিথি।

ফাইনাল খেলায় সেরা খেলোয়ার, সেরা গোলদাতা হিসেবে বিবেচিত হয় বাঘাইহাট এফসি টিমের মিনির হোসেন তাকে ম্যান অবদ্যা সিরিজ ট্রফি এবং নগদ ৩০০০ টাকা তুলে দেন প্রধান অতিথি লে.ক. হুমায়ুন কবীর(পিএসসি)

ফাইনাল খেলাটি উপভোগ করতে সাজেক এলাকায় বসবাসরত হাজারের অধিক পাহাড়ী-বাঙ্গালী’র সর্বস্তরের জনগণ। এসময় জোন সদর মাঠটি রুপ নেয় পাহাড়ি-বাঙ্গালীর মিলন মেলায়।

Exit mobile version