parbattanews

বাঙালহালিয়ায় ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

রাঙামাটি রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া বাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণ, অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহার করার দায়ে চার প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) উপজেলার বাঙালহালিয়া বাজারে এই অভিযান কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেব নাথ।

অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহার করায় সাধন স্টোরকে ১ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ওষধ রাখায় দায়ে দুর্গা ফার্মেসিকে ৩ হাজার, ডা. মাহমুদ ল্যাবে মেয়াদ উর্ত্তীণ সরঞ্জাম থাকায় ১৫ হাজার টাকা ও গাউছিয়া বেকারীকে ৪ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিদর্শন ও তদারকি করা হয়। সেইসাথে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ইলিয়াছ ও বাঙালহালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।

Exit mobile version