parbattanews

রাজস্থলী উপজেলার বাঙালহালীয়া সীমিত আকারে বসছে হাট বাজার

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালীয়া বাজার মঙ্গলবার(৩১ মার্চ) হাটের দিন থাকায় সকাল ৮থেকে ১১টা পর্যন্ত সীমিত আকারে হাট বসেছে।

সামাজিক দুরত্ব বজায় রেখে ব্যবসায়ীগণ নিজ নিজ প্রয়োজনীয় দ্রব্য ক্রয় বিক্রয় করছে।

সরেজমিনে দেখা যায় দুর দুরান্ত থেকে আসা পাহাড়ি বাঙ্গালি সবাই যার যার দুরত্ব বজায় রেখে মালা মাল ক্রয় করছেন।

বাঙ্গালহালীয়া ব্যবসায়ী কমিটির সভাপতি শামসুল আলম বলেন, বর্তমান দেশে করোনাভাইরাস প্রতিরোধে সরকার জোরালো ভুমিকা রাখছেন। তার পাশাপাশি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনা প্রশাসন সার্বক্ষণিক মনিটরিংসহ কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন। বাজারে কোন বিদেশী আসলে তাদের ১৪ দিন বাড়িতে অবস্থান করার পরামর্শ দিচ্ছি।

তিনি আরো বলেন, মঙ্গলবার হাটের দিন হওয়াতে জনসাধারণের স্বার্থে সীমিত আকারে বাজার বসিয়ে শাক সবজি তরি-তরকারি মাছ, পিয়াজ, রসুন, তৈলসহ নিত্য প্রয়োজনী দ্রব্য বিক্রি করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক বলেন, করোনাভাইরাস প্রতিরোধ করতে জনসেচতনতা বাড়ানোর বিষয় নিয়ে প্রত্যেক দিন মাইকিং করা হচ্ছে কেউ বিদেশ ফেরত হলে তাদের কোয়ারেন্টাইনে রেখে বিপদমুক্ত করতে হবে।

প্রতিদিন হাত ধোয়া সাবান দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সব সময় বাড়িতে অবস্থান সামাজিক দুরত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।

Exit mobile version