parbattanews

বাঙালিদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবিতে ছাত্র পরিষদের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বাঙালিদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা ও ব্যারিষ্টার দেবাশীয় রায় ও তার পত্নী ইয়েন ইয়েনসহ পাহাড়ি সংগঠনগুলোর রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে ও চার দফা দাবীতে খাগড়াছড়ি জেলা প্রশাসক কাছে স্মারকলিপি দিয়েছে বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

বুধবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম এ স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপিতে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের পূর্বে যুদ্ধাপরাধী ত্রিদিব রায়ের নামে থাকা সকল স্থাপনার নাম ফলক মুছে ফেলে আদালতের রায় কার্যকর করার দাবি জানান এবং পার্বত্য চট্টগ্রামে ধর্ষণ, খুন, গুম, অপহরণ, চাঁদাবাজি বন্ধ ও প্রত্যাহার করা সকল নিরাপত্তা বাহিনীর ক্যাম্প পুন:স্থাপনের দাবি জানান ছাত্র পরিষদের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সভাপতি মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, পার্বত্য অধিকার ফোরামের খাগড়াছড়ি জেলা আহবায়ক মো. মহিউদ্দীন, জেলা যুগ্ম-সম্পাদক জাহিদুল ইসলামা, জেলা সহ সম্পাদক রবিউল হোসেন, জেলা সহসাংগঠনিক সম্পাদক পারভেজ আলম, দপ্তর সম্পাদক মৃদুল বড়ুয়া, প্রচার সম্পাদক শাহীন আলম, খাগড়াছড়ি কলেজ শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম, টেকনিক্যাল কলেজ শাখার সভাপতি সোহেল আরিয়ান ও সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক জাহিদুল ইসলাম, দীঘিনালা উপজেলা সভাপতি আলামীন হোসেন, পানছড়ি উপজেলা সভাপতি সাইফুল ইসলাম ও পৌর সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ব্যারিষ্টার দেবাশীয় রায় ও তার পত্নী ইয়েন ইয়েন’র উগ্র সাম্প্রদায়িক উস্কানিমূলক কার্যক্রমের মাধ্যমে পাহাড়ে জুম্মল্যান্ড বানানোর ষড়যন্ত্র বন্ধ, পাহাড়ের উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক বাঙালি নারী ও সকল ধর্ষণ ও নির্যাতনের বিচার দৃষ্টান্তমূলক শাস্তি ও উপজাতীয় সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ কর্তৃক অপহৃত চাইথুই মার্মাসহ সকল অপহৃত ও গুম হওয়া মানুষকে উদ্ধারে চিরুনী অভিযান পরিচালনা করা।

 

Exit mobile version