parbattanews

বাঙ্গালহালিয়াতে করোনা বিষয়ক অবহিতকরণ সভা

রাঙ্গুনিয়া, রাজস্থলী, কাপ্তাই তিন উপজেলার মানুষের চিকিৎসা সেবার বাতিঘর চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল কোভিড-১৯ অতিমারিতে গৃহিত কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদ কার্যলয়ে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (০৭ সেপ্টম্বর) দুপুরে হাসপাতালের “কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম” এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ৩নং বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান নিয়মং মারমা। চন্দ্রঘোনা  খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় বক্তব্য দেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক চাথোয়াঅং মারমা, হেডম্যান মংচিং মারমা, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, ইউপি সদস্য নজরুল ইসলাম, রফিক আহমদ , মহিলা সদস্য ছালমা আকতার প্রমুখ।

সভায় প্রবীর খিয়াং বলেন, বর্তমান কোভিড ১৯ মহামারি আকার ধারন করছে, সকল কে সচেতন হতে হবে। সবাই ভ্যাকসিন গ্রহণ করতে হবে। ইতিপূর্বে ভ্যাকসিন নিতে মানুষ অনীহা প্রকাশ করতো। বাস্তবচিত্রে দেখা যায় টিকা নিতে প্রতিদিন হাসপাতালে ভীর জমায়। তাই আমরা সকলে এ মহামারি থেকে রক্ষা পায় সরকারি নির্দেশনা মেনে চলি, ঘরের বাইরে গেলে মাস্ক পড়ি। সকলে সচেতন হলে আমরা কোভিড মুক্ত থাকবো ইশ্বরের করুনায়। আর এ পার্বত্য অঞ্চল রাজস্থলী উপজেলায় যাতে সকলে পর্যাপ্ত পরিমান চিকিৎসা সেবা পায়, সে দিকে আমার সব সময় নজর থাকবে।

Exit mobile version