parbattanews

বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। সম্প্রতি গত ৮ সেপ্টেম্বর ৩নং বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের ১১ জন সদস্য চেয়ারম্যানের দুর্ব্যবহার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অতিষ্ঠ হয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) শান্তনু কুমার দাশের কাছে লিখিত অভিযোগ করেন। তারই পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনিকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করেন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) অভিযোগ সূত্রে চেয়ারম্যানের নামীয় প্রকল্প গুলো সরেজমিনে তদন্ত করেন তদন্ত কর্মকর্তা। তদন্তকালে চেয়ারম্যানের সাথে এক প্রকারে অভিযোগকারী ১১ জন সদস্যদের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। এমনকি চেয়ারম্যান মেম্বারদের পাগল বলে আখ্যায়িত করে।

বিষয় নিয়ে তদন্ত কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, নিয়ম অনুসারে আইনের মাধ্যমে তদন্ত রির্পোট নির্বাহী কর্মকর্তার নিকট প্রতিবেদন দাখিল করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ এর সাথে আলাপকালে তিনি বলেন, বাঙালহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আদোমং মারমা এর বিরুদ্ধে পরিষদের ১১ জন সদস্য গত ৮ সেপ্টেম্বর একটি অনাস্থা প্রস্তাবনা দাখিল করেন। তারই প্রেক্ষিতে উপজেলা কৃষি কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে তদন্তভার দেওয়া হয়েছে। তারা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version