parbattanews

বাঙ্গালহালিয়া নাইক্ষ্যংছড়ি এলাকায় কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

20170430_110224 copy

রাজস্থলী প্রতিনিধি:

জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে দুর্গম পার্বত্য নাইক্ষ্যংছড়ি এলাকায় জনগণের চিকিৎসার সুবিধার্থে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিদপ্তর কর্তৃক বরাদ্ধকৃত কমিউনিটি ক্লিনিক রবিবার ১১ টায় রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনমিন মারমা উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা। বাঙ্গালহালিয়া আগাপাড়া বৌদ্ধ শিশু আশ্রমের পরিচালক ভদন্ত উঃ ক্ষেমাচারা মহাথের বাঙ্গালহালিয়া কলেজের প্রভাষক, ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, ৩২০নং কাকড়াছড়ি মৌজার হেডম্যান মংসিং চৌধুরী, আরএইচস্টেপ প্রকল্প ব্যবস্থাপক কাজী মুশফিকুর রহমান ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লাঅং মারমা।

উদ্বোধন শেষে নাইক্ষ্যংছড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ ক্ষেমাচারা মহাথের’র সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সারা দেশে ১৬ হাজার ক্লিনিক বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এ দুর্গম পার্বত্য এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন রাস্তাঘাট না থাকা সত্ত্বেও সরকার চিকিৎসা সেবা যাতে অপ্রতুল থাকে সে ব্যবস্থা করনের লক্ষ্যে এ নাইক্ষ্যংছড়ি এলাকায় একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে।

সরকারের সৎইচ্ছা থাকার সত্ত্বেও পাহাড়ের আঞ্চলিক সংগঠনের চাঁদাবাজির কারণে এলাকার উন্নয়নের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তাদের চাঁদা আদায়ের কাজ অব্যাহত থাকায় এ এলাকার খেটে খাওয়া মানুষ জিম্মি হয়ে পড়েছে। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে এ চাঁদাবাজদের প্রতিহত করতে হবে। নইলে এ এলাকার উন্নয়ন সম্ভব নয়।

Exit mobile version