parbattanews

বাঙ্গালীদের দাবিয়ে রাখার ষড়যন্ত্র মোকাবেলা করা হবে: পিবিসিপি নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

বাঙ্গালীদের আন্দোলনকে দাবিয়ে রাখার সব ষড়যন্ত্র মোকাবেলা করার ঘোষণা দিয়ে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, বাঙ্গালীদের আন্দোলন কোন নীরিহ পাহাড়ীদের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন পাহাড়ে গুম-খুন, অপহরণ ও চাঁদাবাজির হোতা উপজাতীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। আমাদের এ আন্দোলন চলবে। নিখোঁজ তিন বাঙ্গালী যুবককে উদ্ধারে সময় ক্ষেপনের অভিযোগ করে বক্তারা বলেন, আমাদের ভাইকে উদ্ধারে আর কতো সময় লাগবে।

রোববার বিকালের দিকে মাটিরাঙ্গার নিখোঁজ তিন বাঙ্গালী যুবককে উদ্ধারের দাবিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের আহুত সোমবারের হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে মাটিরাঙ্গা বাজারে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

মাটিরাঙ্গা উপজেলা পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে মাটিরাঙ্গা পৌর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের আহ্বায়ক মো. জালাল আহাম্মদ, মাটিরাঙ্গা উপজেলা পিবিসিপির সাবেক সভাপতি মো. মঞ্জুর আলম ও যুব নেতা সোলাইমান বাদশা প্রমুখ বক্তব্য রাখেন।

আমার ভাই গুম কেন প্রশাসন জবাব চাই, আমার ভাইয়ের কিছু হলে জ¦লবে আগুন ঘরে ঘরে এমন শ্লোগানে সহস্রাধিক মুক্তিকামী মানুষের অংশগ্রহণে এ সমাবেশে বক্তারা বলেন, যেসব বাঙ্গালী ভাইয়ের আমাদের আন্দোলনের বিরোধিতা করেন তাদেরকে বলতে চাই, আপনার-আমার পায়ের তলার মাটি থাকলেই ব্যবসা-বানিজ্য আর রাজনীতি থাকবে। পায়ের তলার মাটি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বক্তারা।

আগামীকাল সোমবারের মধ্যে নিখোঁজ তিন বাঙ্গালী যুবককে উদ্ধারে প্রশাসন ব্যর্থ হলে লাগাতার কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।

প্রমঙ্গত, গত সোমবার (১৬ এপ্রিল) খাগড়াছড়ির মহালছড়ির মাইসছড়িতে কাঠ ক্রয় করতে গিয়ে মাটিরাঙ্গার নতুনপাড়া এলাকার মো. খোরশেদ আলমের ছেলে মো. সালাহ উদ্দিন (২৮), মৃত: আবুল কাশেমের ছেলে মহরম আলী (২৭) ও আদর্শ গ্রামের বাসিন্দা ট্রাকচালক বাহার মিয়া (২৭) নিখোঁজ হন। সে থেকে সাত দিন অতিবাহিত হলেও এখনও তাদের কোন সন্ধান মেলেনি।

Exit mobile version