parbattanews

বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকা অবরোধে পানছড়িতে সড়ক ফাঁকা

BSP PIC

স্টাফ রিপোর্টার:

বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার ডাকে সোমবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধে ব্যাপক সাড়া মিলেছে জেলার পানছড়িতে। এই অবরোধে পানছড়ি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

রবিবার খাগড়াছড়ির আলুটিলা থেকে মোটর সাইকেল চালক আজিজুল হাকিম শান্ত’র গশাকাটা লাশ উদ্ধারের পর সোমবার সকাল-সন্ধ্যা এই অবরোধের ডাক দেয় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। মোটর সাইকেল চালক আজিজুল হাকিম শান্ত’র হত্যাকারীদের বিচার ও পানছড়ি থেকে অপহৃত দু’বাঙ্গালী নির্মাণ শ্রমিককে উদ্ধারের দাবিতে জেলাব্যাপী এই অবরোধ চলছে বলে জানান পানছড়ি বাঙ্গালী ছাত্র পরিষদের নেতৃবৃন্দরা। খুনীদের গ্রেপ্তার, অপহৃতদের উদ্ধারসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষে ডাকা এই অবরোধ কর্মসূচীতে ব্যাপক সাড়া দেয়ায় পানছড়ির সর্বস্তরের জনগনকে অভিনন্দন জানিয়েছে পানছড়ি বাঙ্গালী ছাত্র পরিষদের সভাপতি মো. এরশাদ আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।

এদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর মোবাইল টিম গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে টহল দিচ্ছেন। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটে নি বলে নিশ্চিত করেছেন পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো. আ. জব্বার।

Exit mobile version